কাদিয়ানি সম্মেলন বন্ধ না হলে পঞ্চগড়ে গিয়ে আন্দোলনের ঘোষণা আল্লাম আহমদ শফীর নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯ ডেস্ক: পঞ্চগড়ে কাদিয়ানীদের তিন দিনব্যাপী তথাকথিত ইজতেমা বন্ধের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও আর্ন্তজাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ-এর আমীর আল্লামা শাহ আহমদ শফী। সোমবার এক বিবৃতিতে আল্লামা শফী সরকারের প্রতি অবিলম্বে কাদিয়ানীদের সম্মেলন বন্ধের আহ্বান জানিয়ে বলেন, সম্মেলন বন্ধ না হলে আমি নিজে গিয়ে পঞ্চগড়ে আন্দোলনে শরীক হবো। বিবৃতিতে হেফাজত আমির বলেন, কাদিয়ানীদের এই সম্মেলন অবিলম্বে বন্ধ করতে হবে। এ ব্যাপারে যারা আন্দোলন করছে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। কাদিয়ানীদের এ সম্মেলন বন্ধ না হওয়া পর্যন্ত সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাওয়ার জন্যে সর্বস্তরের মুসলমানদের প্রতি আহ্বান জানান তিনি। যদি এ সম্মেলন বন্ধ করা না হয় প্রয়োজনে আমি পঞ্চগড়ে গিয়ে আন্দোলনে শরিক হবো বলেও ঘোষণা দেন আল্লামা শফী। কাদিয়ানীরা পাঞ্জাবের মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নতুন নবী মানে এমনটা দাবি করে বিবৃতিতে আল্লামা শফী বলেন, মহানবী হজরত মুহাম্মদ (স.)-কে সর্বশেষ নবী মানে না। তাই তারা নিশ্চিতভাবে কাফের। অথচ তারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম পরিচয় দিয়ে সাধারণ মুসলমানদের সঙ্গে প্রতারণা করে। এজতেমা নাম করে এরা পঞ্চগড়ে তিন দিনব্যাপী (২২, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি) কাদিয়ানী সম্মেলনের ঘোষণা দিয়েছে। আল্লামা শফী বলেন, খতমে নবুওয়াতের বরকতময় আন্দোলন যারা করছেন, তারাসহ সব দীনি আন্দোলনের নেতাকর্মীদের কালবিলম্ব না করে পঞ্চগড় গিয়ে প্রিয় নবীজির খতমে নবুওয়াতের চিরশত্রু কাফের কাদিয়ানীদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। এদিকে মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে অস্বীকারকারী কাদিয়ানী সম্প্রদায়ের ঘোষিত তথাকথিত জাতীয় ইজতেমা বন্ধের দাবিতে েআজ (১৩ ফেব্রুয়ারী) জাতীয় মসজিদ বাইতুল মোকাররমসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে আর্ন্তজাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ। /আরএ Comments SHARES জাতীয় বিষয়: