ওবায়দুল কাদেরকে দেখতে ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি বিএসএমএমইউতে নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, মার্চ ৪, ২০১৯ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে এসে পৌঁছেছেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। সোমবার দুপুর দেড়টায় তিনি বিএসএমএমইউ’তে এসে পৌঁছান। এর আগে, বিএসএমএমইউ উপ-উপাচার্য অধ্যাপক ডা. শহিদুল্লাহ শিকদার বলেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা এখন বিদেশ নিয়ে যাওয়ার মতো। ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি আসছেন। উনি আসার পর বিদেশে নিয়ে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, হৃদরোগের সমস্যা নিয়ে রবিবার সকাল সাড়ে ৭টায় হাসপাতালে ভর্তি হন ওবায়দুল কাদের। এরপর তাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এদিকে, সকালে আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল বলেছেন, এখন পর্যন্ত দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সবকিছু নির্ভর করছে তার সর্বশেষ শারীরিক অবস্থার ওপর। সোমবার সকালে বিএসএমএমইউতে এসে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি। /আরএ Comments SHARES জাতীয় বিষয়: