আজ সাংবাদিক শিমুল হত্যার ২ বছর, শুরু হয়নি বিচার

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৯

আব্দুল্লাহ আল মারুফ, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আলোচিত সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার দুই বছর আজ। ২০১৭ সালের এই দিনে (৩ ফেব্রুয়ারি) শাহজাদপুরে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান দৈনিক সমকালের উল্লাপাড়া প্রতিনিধি আবদুল হাকিম শিমুল।

আলোচিত এ হত্যা মামলার দুটি বছর পার হলেও বিচার কাজ শুরু হয়নি, আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন হয়নি। বিভিন্ন কারণে পরিবর্তিত হচ্ছে অভিযোগ গঠনের শুনানির তারিখ।

এ হত্যাকাণ্ডের পরপরই প্রধান আসামি পৌরসভার মেয়র হালিমুল হক মীরুসহ অন্যান্য আসামিদেরকে গ্রেফতার করে পুলিশ। তিন মাসের মধ্যে তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। পরে মামলাটি শাহজাদপুর আমলি আদালত থেকে জেলা জজ আদালতে স্থানান্তরিত হয়।

এদিকে দীর্ঘদিন ধরে নিহত সাংবাদিক শিমুলের স্বজনেরা এবং স্থানীয় সংবাদকর্মীরা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিতে জোর দাবি জানিয়ে আসলেও এখনো সে দাবি পূরণ হয়নি।

নিহত শিমুলের স্ত্রী বলেন, গত দুই বছরেও আমার স্বামী হত্যার বিচার হচ্ছে না। মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌরসভার মেয়র মীরু দুই বছর ধরে কারাগারে থাকলেও তার সহোদর হাবিবুল হক মিন্টুসহ চার্জশিটভুক্ত বাকি ৩৭ আসামি জামিনে মুক্ত আছেন। মীরুকেও জামিনে মুক্ত করার চেষ্টা করছেন তারা। প্রধান আসামি মীরু জামিনে মুক্ত হলে আমরা হয়তো আর বিচার পাবো না।

মীরুর ছোট ভাই পিন্টু একুশ নিউজ২৪কে বলেন, মেয়রের বাড়িতে হামলা ও সংঘর্ষের সময় সাংবাদিক শিমুল গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি আমাদের পক্ষেরও চারজন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছিল। সুষ্ঠু তদন্তে আগ্নেয়াস্ত্র নিয়ে কারা হামলা করেছে, কাদের গুলিতে শিমুলসহ আমাদের চারজন গুলিবিদ্ধ হলো সে রহস্য উদঘাটন হবে।

উল্লেখ্য, গত ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি দুপুরে মেয়র মীরুর বাড়ির সামনে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হন সাংবাদিক শিমুল। পরদিন ৩ ফেব্রুয়ারি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে থেকে ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি।

এ ঘটনায় শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে মেয়র হালিমুল হক মীরু, তার ভাই হাবিবুল হক মিন্টুসহ ১৮ জনের নাম উল্লেখ্য ও অজ্ঞাতনামা আরও কয়েক জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ৩৮ জনকে অভিযুক্ত করে ২০১৭ সালের ২ মে শাহজাদপুর আমলি আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। তবে দেড় বছরেও অভিযোগ গঠনের শুনানি শুরু হয়নি।

শিমুল হত্যার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে শোক র‌্যালি ও স্মরণ সভা:

শিমুল হত্যার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে শাহজাদপুরে কর্মরত সাংবাদিকরা। দিনটি উপলক্ষে রবিবার (৩ ফেব্রুয়ারি) সকালে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ, শিমুলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোক র‌্যালি ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও বাদ জোহর শাহজাদপুর মখদুমিয়া জামে মসজিদ, টাউন মসজিদ ও মাদলা জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

/সিএইচ

Comments