রংপুরে সংবাদকর্মীর বাড়িতে অগ্নিকাণ্ড; ষড়যন্ত্রমূলক বলে দাবী ভিকটিমের নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:১১ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০১৯ জয়নাল আবেদীন, রংপুর প্রতিনিধি : রংপুর সিটির ৯নং ওয়ার্ডের চিলমন এলাকায় গতকাল রাত ১১টায় বিডি নিউজ ও খোলা কাগজের সাংবাদিক আফতাবুল আলমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ সময় বাড়িতে কেউ ছিলো না বলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাড়ির মালিক আফতাব জানান, সেদিন তিনি পার্শ্ববর্তী একটি মাহফিলের ওয়াজ শুনতে গিয়েছিলেন এবং পরিবারের অন্যরাও বাড়িতে ছিলেন না। স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দিলে নগরীর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট এসে ঘণ্টাব্যাপী চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। সরেজমিনে গিয়ে দেখা যায়, আগুনে আফতাবের তিনটি ঘরসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। কোনকিছুই রক্ষা করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডে বসতঘর ভস্ম হওয়ার পর শূন্য ভিটে সংবাদকর্মী আফতাব এই প্রতিবেদককে জানান, এটা কোন দূর্ঘটনা নয়। বরং সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক কেউ এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে। তিনি বলেন, বাড়িতে এমন কিছু ঘটেনি, যার কারণে আগুন লেগেছে। স্থানীয়দের বক্তব্য হলো, প্রথমে আগুন লাগে। এরপর পর্যায়ক্রমে আগুনের কারণে গ্যাস সিলিন্ডার বিস্ফারিত হয় এরপর কারেন্টে আগুন লাগে। অগ্নিকাণ্ডের কারণ কী, এর সঠিক তদন্তের জন্য জোরদার দাবী জানিয়েছেন রংপুর মহানগরের স্থানীয় সংবাদকর্মীরা। /আরএ Comments SHARES সারাদেশ বিষয়: