আপত্তিকর চিঠি প্রত্যাহারের দাবিতে দুদক কার্যালয়ে সাংবাদিকদের মানববন্ধন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৯ দুর্নীতি দমন কমিশন-দুদকে দুই সাংবাদিককে তলব করে দেয়া চিঠি বিধি মোতাবেক না হলে, সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এদিকে আজকের মধ্যে আপত্তিকর শব্দ প্রত্যাহার করা না হলে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন গণমাধ্যমকর্মীরা। বুধবার (২৬ জুন) সকালে রাজধানীর দুদক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন গণমাধ্যমের সাংবাদিকরা। সদ্য বরখাস্তকৃত বিতর্কিত ডিআইজি মিজান ও দুদক কর্মকর্তার অনিয়ম-দুর্নীতির নিয়ে রিপোর্ট করেন বাংলা ট্রিবিউনের সাংবাদিক দিপু সারোয়ার ও এটিএন নিউজের সাংবাদিক ইমরান হোসেন সুমন। সংবাদ প্রচারের পর দুদক তাদের তলব করে। হাজির হতে বলা হয় কার্যালয়ে। না হলে আইনি ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেয়া হয় চিঠিতে। যা স্বাধীন গণমাধ্যম এবং সাংবাদিকতার হস্তক্ষেপ বলে জানান মানববন্ধনে অংশ নেয়া সাংবাদিক নেতারা। প্রশাসনের এ ধরনের চিঠি, তলব ভীতি প্রদর্শন করা স্বাধীন সাংবাদিকতার পথে বাঁধা বলেও জানান তারা। এদিকে ধানমন্ডিতে মাদকবিরোধী এর অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান জানান, বিধি মোতাবেক আপত্তিকর শব্দ প্রত্যাহার করে নতুন করে চিঠি দেয়া হতে পারে দুই সাংবাদিককে। Comments SHARES জাতীয় বিষয়: