যশোরে বোমা বানানোর সময় বিস্ফোরনে সন্ত্রাসী আহত,আটক ১

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৯

যশোর প্রতিনিধি: যশোরে বোমা তৈরির সময় বিস্ফোরনে উঠতি সন্ত্রাসী আসিফ হাসান (১৫) গুরুতর জখম হয়েছে। শুক্রবার সকালে শহরের আশ্রম রোডের গারোয়ান পট্টির সাহেব বাবুর মাঠে ঘটনাটি ঘটে।

আসিফ আশ্রম রোডের আলী হোসেনের ছেলে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসক ঢাকায় স্থানান্তর করেছেন। তবে আসিফ জখম হওয়া নিয়ে তার পরিবার ভিন্ন কথা বলেছেন।

যশোর কোতোয়ালি মডেল থানার এসআই খালেদুর রহমান জানিয়েছেন, সম্প্রতি যুবলীগ নেতা ম্যানসেলের সাথে আটক মেহেদি হাসান অনিকের ছোট ভাই আসিফ হাসানসহ কয়েকজন সকাল সাড়ে ১০টার দিকে সাহেব বাবুর মাঠের নির্জন স্থানে বোমা তৈরি করছিলো। তখন অসাবধানবশত বোমার বিস্ফোরন ঘটে। এই সময় বোমার স্পিন্টারে কারিগর আসিফ হাসান গুরুতর জখম হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে বোমার তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে আহত আসিফের কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ বোমা তৈরির আরেক কারিগর একরাম হোসেনকে (১৮) আটক করে। একরাম চাচড়া রায়পাড়ার জাহাঙ্গীরের ছেলে।

এদিকে আহতের ভাই অমিত হাসান জানিয়েছেন, তার ছোট ভাই আসিফ হোসেন একজন সবজি বিক্রেতা। ঘাস কাটার সময় কাঁচির আঘাতে পরিত্যাক্ত বোমাটি বিস্ফোরিত হয়। এতে আসিফ গুরুতর আহত হয়।

তবে স্থানীয়রা জানিয়েছেন, বোমা তৈরির ঘটনা আড়াল করতে আসিফের পরিবার মিথ্যাচার করছেন। আসিফ হাসান একজন উঠতি বয়সের সন্ত্রাসী। বোমা তৈরির করতে গিয়েই সে জখম হয়েছে।

হাসপাতালের সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এনকে আলম জানিয়েছেন, আহত আসিফের হাত বুকসহ শরীরের বিভিন্ন স্থানে বোমায় জখমের চিহ্ন রয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিআইজে/

Comments