যশোরের অভয়নগরে আ’লীগ নেতা খুন

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৯

বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগরে গাছ কাটা নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগ নেতা শেখ আব্দুস সালাম (৫০) খুন হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সিদ্ধিপাশার সোনাতলায় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

তিনি সিদ্ধিাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সোনাতলা গ্রামের মৃত রাঙ্গা মিয়ার ছেলে। আব্দুস সালামকে রক্ষা করার জন্য এগিয়ে আসা তার বড় ভাই শেখ হারুন জখম হয়েছেন। পরে এলাকাবাসী খুনের অভিযোগে এক দুর্বৃত্তকে গনপিটুনি দেয়।

সোনাতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আল-আমিন জানান, ঘটনার দিন আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের সাথে প্রতিবেশী মৃত আলী আকবর শেখ ওরফে নেদার ছেলে আসাদ ও হাবিবের একটি গাছ কাটাকে কেন্দ্র বিবাদের সৃষ্টি হয়। এক পর্যায়ে আসাদ ও হাবিবের হাতে থাকা গাছি দা ও হাসুয়া দিয়ে আব্দুস সালামকে কোপাতে শুরু করে।

এসময় আব্দুস সালামকে বাঁচাতে তার বড় ভাই শেখ হারুন এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরবর্তীতে হামলাকারী দুই ভাই পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী হাবিবকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। অপরজন আসাদ পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে রক্তাক্ত জখম আব্দুস সালাম, আহত হারুন ও হাবিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। বেলা ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালামের মৃত্যু হয়।

সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা খান এ কামাল হোসেন নিহতের ঘটনা নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে একটি গাছ কাটাকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

অভয়নগর থানার অফিসাস ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। হত্যাকারীদের একজন পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন আছে। অপর জনকে খোঁজা হচ্ছে।

/আরএ

Comments