যশোরে জনসম্মুখে ব্যবসায়ী খুন

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৯

বিল্লাল হোসেন, যশোর: যশোর প্রকাশ্য জনসম্মুখে মহিদুল ইসলাম ওরফে সাফা (৩৮) নামে মটর যন্ত্রাংশ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সন্ধা ৭টার দিকে যশোর ঈদগাহ মোড়ে মাসুদ কম্পিউটারের সামনে জনসম্মুখে তাকে হত্যা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খুনের মিশনে ছিলো দুইজন দুর্বত্ত। এরমধ্যে একজন তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দৌঁড়ে পালিয়ে যায়।

নিহত সাফা বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের নবিছ উদ্দিনের ছেলে। যশোর শহরের আর এন রোডে এইচ এন ইমপোর্টস নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেই সুবাদে সাফা খালধার রোড এলাকার ভাড়া বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাফা মোটরসাইকেলের পিছনে বসে ছিলেন। চালক ছিলেন আরেকজন। মোটরসাইকেলটি সেখানে দাঁড়ানো মাত্রই সেখানে আগেই দাঁড়িয়ে থাকা দুইজন এগিয়ে যায়। মোটরসাইকেলে বসে থাকা অবস্থায় এক দুর্বত্ত ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে। তিনি চিৎকার দিলে দুর্বত্ত দুইজন দৌঁড়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় সাফাকে নিয়ে আনা হয় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে।

সার্জারী ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক মাসুদুর রহমান মাসুদ জানান, ধারালো অস্ত্রের আঘাতে তার গলার শ্বাসনালী কেট গেছে। যে কারণে তার মৃত্যু হতে পারে।

নিহতের সাথে থাকা মোটরসাইকেলের চালক মোতালেব হোসেন টুটুল জানান, তিনি সাফার ব্যবসা প্রতিষ্ঠানের একজন কর্মচারী। ঘটনার কিছু সময় আগে সাফা তাকে ফোন করে বলেন, কম্পিউটার কপি করার জন্য তাকে কিছু কাগজ নিয়ে ধালদার রোডে আসতে বলেন।

সেখানে আসার পর মুকুলের দোকান থেকে চা পান করে তারা মোটরসাইকেল করে ঈদগাহ মোড়ে মাসুদ কম্পিউটারের সামনে দাঁড়াতেই পিছন থেকে সাফার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। খুনিদেরকে তিনি দেখতে পারেননি।

যশোর কোতোয়ালি মডেল থানার এসআই খালেদুর রহমান জানান, ব্যবসায়ী মহিদুল ইসলাম সাফাকে গলাকেটে খুনের খবরটি শুনে তিনি তাৎক্ষনিকভাবে হাসপাতালে এসেছেন। এখনো খুনের রহস্য জানা যায়নি।

তবে এটি পরিকল্পিত হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। কেননা ঘটনার আগে ওই ব্যবসায়ী যে ঈদগাহ মোড়ে আসবেন সেই তথ্য দুর্বত্তরা জানলো কিভাবে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। ব্যবসায়ীক জেরে এই খুনের ঘটনাটি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/এসএস

Comments