যশোরে হাসপাতাল থেকে নবজাতক চুরির সময় নারী আটক

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৮

বিল্লাল হোসেন,যশোর: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালের প্রসূতি ওয়ার্ড থেকে নবজাতক চুরির সময় শিবু রানী ঘোষ (৩০) নামে এক নারীকে আটক করেছে কর্তৃপক্ষ।

আজ শুক্রবার এই ঘটনা ঘটে। আটক শিবু রানী যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের একটি ভাড়া বাড়িতে থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.আবুল কালাম আজাদ লিটু জানান, ধৃতকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

নবজাতকের মা আশুরা বেগম জানান, তিনি প্রসূতি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। পাশেই ছিলো তার নবজাতক সন্তান। এদিন সকালে শিবু রানী ওয়ার্ডে ঘোরাঘুরি করছিলেন।

একপর্যায়ে তার সন্তানকে কৌশলে চুরি করার সময় তিনি তাকে ধরে চিৎকার দেন। তখন অন্যান্য রোগীর স্বজনেরা এগিয়ে আসে। তখন শিবু রানী নবজাতক চুরির বিষয়টি অস্বীকার করেন।

ওয়ার্ডে দায়িত্বরত সেবিকারা জানান, তাৎক্ষণিকভাবে ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.আবুল কালাম আজাদ লিটু জানান, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ওই নারী নবজাতক চুরির করার সময়ই ধরা পড়েছে। ঘটনা সামাল দেয়ার জন্য অস্বীকার করেছিলেন।

যশোর কোতোয়ালি মডেল থানার এসআই লিটন জানান, নবজাতক চুরির অভিযোগে আটক নারীকে হাজতে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত বছরও যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে একটি নবজাতক চুরি হয়েছিলো।

/এসএস

Comments