শৈলকুপায় শতাধিক কলার কাঁধি কেটে দিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৯

সুমন মলাকার, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় বাড়ন্ত কলা ক্ষেতের শতাধিক কাঁধি রাতের আধারে কেটে বিনষ্ট করেছে দূর্বত্তরা।

বৃস্পতিবার রাতে শৈলকুপা উপজেলার দিগনগর ইউনিয়নের হড়রা গ্রামে ঘটনাটি ঘটেছে।

জানা যায়, হড়রা জর্দারপাড়া গ্রামের মহিউল ইসলাম বাচ্চুর ছেলে লিপ্টন জর্দার পশ্চিমপাড়া মাঠে ২ বিঘা জমিতে ৬২০টি কলা গাছ রোপন করে। সব কয়টি গাছেই বাড়ন্ত কলার মুছি ছিলো।

বৃহস্পতিবার রাতের আধারে মাঠের কলা ক্ষেতে একদল দুর্বৃত্ত প্রবেশ করে। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে প্রায় শতাধিক বাড়ন্ত কলার কাঁধি কুপিয়ে কেটে বিনষ্ট করে।

এতে কৃষক লিপ্টন জর্দারের আনুমানিক প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি তিনি শৈলকুপা থানার ওসিকে জানিয়েছেন।

শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, কলা ক্ষেতের বাড়ন্ত কলার কাঁধি কেটে নষ্ট করার ঘটনাটি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/আইকে

Comments