ঝিনাইদহে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৯

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতির জের ধরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বৃত্তিদেবী রাজনগর গ্রামে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানাগেছে গত ১১জানুয়ারী তারিখে বৃত্তি দেবী রাজনগর গ্রামে এক বিয়েকে কেন্দ্র করে সাব্দার হোসেন এবং ইব্রাহিম হোসেনের লোক জনের মধ্যে সামান্য হাতাহাতি হয়, এতে উভয় পক্ষের দু একজন হাল্কা আহত হয়। তবে কেউই গুরতর আহত হয়নি।

এই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে সাব্দার আলীর স্ত্রী কহিনুর বেগম বাদি হয়ে গত ১২ তারিখে শৈলকুপা থানায় আতিয়ার রহমানের ছেলে ইব্রাহীম হোসেন , আবু হানিফ, মনিরুজ্জামান, আনোয়ার হোসেন এবং আনোয়ার হোসেনের ছেলে ইয়ামিনসহ অজ্ঞাত নামা আরও ৪/৫ জনের নামে মিথ্যা মামলা দায়ের করে।মামলার এজাহারে উল্লেখিত বিষয়ের সাথে সত্যতার কোন মিল খুজে পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সাব্দার হোসেন মাঠ থেকে কাধে একটি কোদাল ও হাতে একটি গামলা নিয়ে বাড়ী দুজনের মধ্যে হাতাহাতির সময় ছাব্দার হোসেন পিঠে একটু আঘাত পায় ।

এ বিষয়ে মামলার বাদি কহিনুর বেগমের স্বামী সাব্দার হোসেন জানান আমি মাঠ থেকে বাড়ী ফিরছিলাম এসময় ইব্রাহীম ও তার লেকেরা আমাকে মারধর করে আমাকে বাড়িতে আটকে রাখে। এ বিষয়ে আমার স্ত্রী বাদি হয়ে থানায় মামলা করেছে।

মামলার প্রধান আসামী ইব্রাহীম হোসেন জানান আমার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা এবং সাজানো। আমার শ্যলকের সাথে গোপনে সাব্দার হোসেনের ছোট মেয়ের বিয়ে হয়।কিভাবে এই বিয়ে দেওয়া হলো এ বিষয়টি আমি জানার জন্য দাড় করিয়েছিলাম মারামারির মত কোন ঘটনা সেখানে ঘটেনি।

এ বিষয়ে শৈলকুপা থানা অফিসার ইনচার্জ আয়ুবুর রহমান জানান মামলাটি তদন্তনাধীন রয়েছে।

/আইকে

Comments