ঝালকাঠিতে সরকারি জমি ও খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৯ নাঈমুর রহমান শান্ত, ঝালকাঠি: ঝালকাঠি সদর ও রাজাপুর উপজেলায় সরকারি জমি ও খালের উপর নির্মিত অবৈধ অবকাঠামো উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবারের এই অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লুৎফুন্নেসা বেগম ও রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার। অভিযান চালিয়ে সদর উপজেলার সাবাঙ্গল খালের ওপর স্থানীয় মজিবুর রহমানের স্থাপনাটি ভেঙে ফেলা হয়। অপরদিকে রাজাপুর উপজেলার বাদুরতলা এলাকায় সরকারি জমি দখল করে মো. ফারুক হাওলাদারের নির্মাণ করা দোকান ভেঙে ফেলা হয়েছে। এদিকে অবৈধ অবকাঠামো দ্রুত সরিয়ে নেয়ার আহবান জানিয়ে সতর্কতা মূলক একটি ফেইসবুক পোস্ট করেছেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। পোস্টটিতে তিনি লিখেন, “ঝালকাঠিতে শুরু হয়েছে বিভিন্ন খালের উপর নির্মিত অবৈধ অবকাঠামো উচ্ছেদ কাজ(সদর, রাজাপুর)। যারা নিজেদের অবকাঠামোর মালামাল রক্ষা করতে চান তারা নিজেরাই দ্রুত ভেঙে নিয়ে যান। সরকারি ভাবে ভাঙা হলে মালামাল বিক্রি করে শ্রমিক খরচ দেয়া হবে। নদী খালের অবৈধ স্থাপনা নিজেরাই সরিয়ে পরিবেশ সুরক্ষায় সহায়তা করুন।” বিআইজে/ Comments SHARES সারাদেশ বিষয়: অবৈধ স্থাপনা উচ্ছেদ