অভয়নগরে ২ ট্রাক পুড়ে ছাই, নিহত ১ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯ বিল্লাল হোসেন,যশোর: যশোরের অভয়নগরে মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে দুটি ট্রাক পুড়ে গেছে। স্থানীয়রা জানান, রোববার গভীর রাতে যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া বাজারে একটি ফিলিং স্টেশনে সার বোঝাই একটি ট্রাকের সাথে বিপরীতমুখি আরেকটি খালি ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুটি ট্রাকেই আগুন ধরে যায়। পরে খবর পেয়ে অভয়নগর ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দু’ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই সময় অগ্নিদগ্ধ হয়ে মেহেদি হোসেন বাদশা (২২) নামে এক চালক নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহের শাহপুর এলাকার মৃত সোহরাব হোসেনের ছেলে। আরেক ট্রাকের চালক প্রাণে রক্ষা পেয়েছেন। দুর্ঘটনার পর সারবোঝাই ট্রাকের চালক ও সহযোগী নেমে গেলেও খালি ট্রাকের চালক মেহেদি আটকা পড়ে যান। দুর্ঘটনার আগুনে পুড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। আগুন নেভানোর পর মেহেদির পুড়ে যাওয়া লাশ পুলিশ উদ্ধার করেছে। অভয়নগর হাইওয়ে থানার ওসি আতাউর রহমান দুর্ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। /সিএইচ Comments SHARES সারাদেশ বিষয়: