মণিরামপুরে শিশুর মৃতদেহ উদ্ধার, গুলিতে অপহরণকারী নিহত

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৯

বিল্লাল হোসেন, যশোর: যশোরের মণিরামপুরে পুলিশের সাথে গোলাগুলিতে শিশু অপহরণকারী এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে মণিরামপুর উপজেলার খেদাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম বিল্লাল হোসেন(২৮)। তিনি খেদাইপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে৷

ঐ রাতেই পুলিশ এলাকার একটি কালভার্টের নিচ থেকে অপহৃত স্কুল ছাত্র তারিফ হোসেনের (৯) মৃতদেহটি উদ্ধার করে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) সহিদুল ইসলাম জানান, ৬ জানুয়ারি শিশু তারিফ অপহৃত হয়। পরে পিতার কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়।

মঙ্গলবার গভীর রাতে অপহরণকারীরা খেদাইপুর আসে দাবিকৃত টাকা নিতে। বিষয়টি জানতে পারে পুলিশ। অপহরণকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। অপহরণকারী কয়েকজন পিছু হটলেও বিল্লাল নামের একজন মারা যায়। তার মাথায় গুলি লাগে। মৃতদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান স্যুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে৷ ওসি আরো জানান, রাতে গোপন খবরের ভিত্তিতে পুলিশ উপজেলার খেদাইপুর গ্রামের কালভার্টের নিচ থেকে অপহৃত তারিফের মৃতদেহটি উদ্ধার করে। সময়মতো টাকা না পেয়ে অপহরণকারীরা ঐ শিশুকে হত্যা করে খেদাইপাড়া গ্রামের একটি কালভার্টের নিচে লুকিয়ে রাখে।

/সিএইচ

Comments