যশোরে অতিরিক্ত মদপানে মৃৃত্যু নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৯ বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি: যশোরে অতিরিক্ত মদপানে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম গৌতম শীল (৪৫)। তিনি শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার অজিত শীলের ছেলে। নিহতের ছেলে উজ্জল শীল জানিয়েছেন, তার বাবা গৌতম শীল নিয়মিত মদ পান করতেন। ইদানিং মদ পান করা বেড়ে গিয়েছিলো। পরিবারের পক্ষ থেকে বাধা দেয়া হলেও তিনি কর্ণপাত করতেন না। শনিবার দুপুরে অতিরিক্ত মদ পানে অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক আলামিন হোসেন জানান, মদপানে অসুস্থ গৌতম শীল শুক্রবার গভীর রাতে মারা যান। মৃতদেহ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয়েছিলো। মর্গে দায়িত্বরত যশোর কোতোয়ালি মডেল থানার এস আই নুরুন্নবী জানিয়েছেন, মদপানে মৃত্যু হওয়া গৌতম শীলের মৃত্যু নিয়ে পরিবারের কোন অভিযোগ নেই। এ নিয়ে থানায় একটি অপমৃৃত্যু মামলা হয়েছে৷ রোববার দুপুরে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। /সিএইচ Comments SHARES সারাদেশ বিষয়: