যশোর মামুন হত্যার ঘটনায় মামলা, আটক ৪

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৯

যশোর প্রতিনিধি: যশোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল্লাহ আল মামুন (২৮) খুনের ঘটনায় মামলা হয়েছে। নিহতের মা বকুল খাতুন বাদী হয়ে রোববার সন্ধ্যায় যশোর কোতোয়ালি মডেল থানায় ৯জনকে আসামি করে মামলাটি করেন।

ইতিমধ্যে পুলিশ এজাহারকৃত ৪ আসামিকে আটক করেছে বলে প্রেসবিফ্রিংয়ে সাংবাদিকদের জানান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আনসার উদ্দিন।

ওই ৪ জন হলো যশোর শহরের ঘোপ এলাকার আবদুস সবুর খোকার ছেলে সুজন ওরফে ছোট সুজন (১৬), সদর উপজেলার শেখহাটি খাঁপাড়া এলাকার তাজু শেখের ছেলে তামিম রেজা (১৮), সদরের শেখহাটি জামরুলতলা এলাকার রেজাউলের ছেলে ফয়সাল (১৬) ও হারুন শেখের ছেলে সুমন (১৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে। বাকি আসামিদের আটকে চেষ্ঠা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বাদী মামলায় উল্লেখ করেছেন, মঙ্গলবার বিকেলে নিহত মামাুনের বন্ধু বাপ্পা বান্ধবীকে নিয়ে ঘুরতে যান শহরতলীর শেখহাটি ভাটার জোড়াপুকুর এলাকায়। আসামিরা ওই যুগলকে আটকে ব্লাকমেইল করে চাঁদা দাবি করে। বন্ধুর ফোন পেয়ে উদ্ধার করতে যান মামুনসহ কয়েকজন । সেখানে ছুরিকাঘাত ও চাইনিজ কুড়াল দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

/আরএ

Comments