যশোরে প্রথম বাচ্চা জন্মের ২৬ দিন পর আরো দুটি বাচ্চা প্রসব করলেন এক মা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:৪৯ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০১৯ ছবি সংগ্রিহিত যশোর প্রতিনিধি: প্রথমে একটি বাচ্চা জন্ম দিলেন। বাড়ি চলে গেলেন। এরপর ২৬ দিন কেটে যায়। এতোদিন পর ফের একসঙ্গে দুইটি বাচ্চা প্রসব করেন। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে যশোেরের। চিকিৎসকদের অবাক করে দেওয়া এই মায়ের নাম আরিফা সুলতানা ইতি। তিনি যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের সুমন বিশ্বাসের স্ত্রী। সুমন বিশ্বাস জানান, গত মাসের শেষের দিকে তার স্ত্রী গর্ভধারণজনিত কারণে অসুস্থ হলে প্রথমে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ঘণ্টাখানেক থাকার পর চিকিৎসকরা তার স্ত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। গত ২৫ ফেব্রুয়ারি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তার স্ত্রী একটি ছেলে সন্তানের জন্ম দেন। এর ২৬ দিন পর স্ত্রী আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর শহরে বেসরকারি আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আবারো তার স্ত্রী একটি ছেলে ও মেয়ে শিশুর জন্ম দিয়েছেন। তিনটি বাচ্চাই সুস্থ আছে। আদ-দ্বীন হাসপাতালের গাইনি চিকিৎসক শীলা পোদ্দার বলেন, আমি এই প্রথম এ ধরনের একটি ঘটনা দেখলাম। এর আগে আমি এমন ঘটনা দেখিওনি, শুনিওনি। প্রথমে যখন ইতিকে নিয়ে আসা হয়, তখন আমরা বিষয়টি বুঝতে পারিনি। পরে অপারেশনের শেষ পর্যায়ে আমরা বুঝতে পারি যে ওনার দুইটা জরায়ু, যার একটিতে একটি সন্তান, অন্যটিতে দুইটি সন্তান ছিল। যে জরায়ুতে একটি সন্তান ছিল, প্রথমে সেটি ডেলিভারি হয়েছিল। পরে আমাদের এখানে আনলে আরও দুইটি বাচ্চা ডেলিভারি হয়। /আরএ Comments SHARES সারাদেশ বিষয়: