যশোরে নাশকতার পরিকল্পনা মামলায় বিএনপি-জামায়াতের ৯৩ নেতাকর্মী কারাগারে

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৯

বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি: যশোরে নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক মামলায় বিএনপি-জামায়াতের ৯৩ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন।

বুধবার আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে স্ব-স্ব আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন, যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী, সদর উপজেলার সুমন আহম্মেদ, আকাশ হোসেন, ইলিয়াস, কালু, তৌহিদুর, ঝিকরগাছা উপজেলার আলমগীর, জহির, রায়হান, শাজাহান, হযরত আলী, রফিকুল, আনিচুর, শওকত, আবু তাহের, আব্দুর রহিম, বাঘারপাড়া উপজেলার বুলবুল, সাহেব আলী, আকতারুজ্জামান, তারেক কুলি, মাজেদ, আব্দুল আলিম, নাজির হোসেন, টিপু সুলতান, গোলাম মোস্তফা, শরিফুল, জিল্লুর রহমান, মণিরামপুর উপজেলার মিল্টন, মমিন উদ্দিন, মোজাহার, রহিম, অভয়নগরের শফিয়ার, রহমান, ইয়াছিন, মোস্তফা, টুলু, ফরিদ গাজী, সোহরব, টিটো, মান্নান, খালিদ শেখ, আব্দুস সাত্তার, আব্দুর রশিদ, ইকবাল হোসেন, রবিউল, আকাশ উদ্দিন , আবু নাইম, মশিয়ার শেখ, শাহাদত হোসেন, ফিরোজ আলী, শাহাজান মুন্সি, আব্দুল্লাহ, অহিদুজ্জামান, ইব্রাহিম, নজরুল, জাকির হোসেন, হুমায়ন, মাহাতাব, আকাশ উদ্দিন, জাকির হোসেন, আলমগীর, জামাল, রেজাউল, হাবিব, শিপন, সিদ্দিকুর রহমান, খোকন জামসেদ, অবেদ সরদার, ইমদাদুল, ইছানুর, সাদ্দাম হোসেন, আজানুর, নুর ইসলাম, শহীদ আহম্মেদ, জলিল, বায়জিদ শেখ, হাফিজুর, আশরাফুজ্জামান, আতাউর ফকির ,মেহের আলী, আব্দুর রাজ্জাক, মিন্টু, আজিজুর রহমান, মিল্টন।

আত্মসমর্পণকারী সকলে নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক মামলায় এজাহারনামীয় আসামি। পুলিশি গ্রেফতার এড়াতে তারা সকলে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

বিচারক আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

/আরএ

Comments