বাঘারপাড়ায় আ’লীগের বর্ধিত সভায় সংর্ঘষ, আহত ১০

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৯

বাঘারপাড়া প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া অওয়ামী লীগের বর্ধিত সভায় সংঘর্ষের সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণ নিয়ে দুই মনোনয়ন প্রত্যাশির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে কমবেশি দশ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজন বাঘারপাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা যায়, গতকাল রবিবার সকালে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু হয়। সভার প্রধান বিষয় ছিলো উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাছাই। সাড়ে এগারোটা থেকে দলীয় কার্যালয়ে নেতা কর্মীদের ভিড় বাড়তে থাকে। এ সময় মনোনয়ন প্রত্যাশি রাজিব রায়ের সমর্থকরা দলীয় কার্যালয়ের পাশে আধিপাত্য বিস্তারের চেষ্টা চালায়। তারা অপর মনোনয়ন প্রত্যাশি দিলু পাটোয়ারি সমার্থকদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় দুই পক্ষে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে রাজিব রায় সমর্থিত রাজু আহাম্মেদ(৩৫) ও সোহাগ (৩৫) আহত হয়। রাজু মীর্জাপুর গ্রামের কায়েম আলীর ছেলে। সোহাগ আজমপুর গ্রামের উকিল সরদারের ছেলে।

আহত দুইজন বাঘারপাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছে। এছাড়াও একই পক্ষের জুয়েল, রুবেল, সুব্রত, উজ্জলসহ কয়েকজন আহত হয়। তারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে বর্ধিতসভায় প্রার্থী চুড়ান্ত করতে পারেননি দলের সভাপতি ও সাধারণ সম্পাদক। সভা চলাকালে দলীয় মনোনয়নের জন্য ১১ জন প্রার্থী ইচ্ছা পোষন করেন।

তারা হলেন মঞ্জুর রশিদ স্বপন, দীন মোহাম্মদ দিলু পাটোয়ারি, আবু বক্কর শিকদার, মুক্তিযোদ্ধা হাসান আলী, রাজিব রায়, গোলাম ছরোয়ার, এ্যাড. ইদ্রীস আলী, অধ্যক্ষ আজগর আলী, আব্দুর রউফ মোল্ল্যা, জয়নাল আবেদিন ও নাজমুল ইসলাম কাজল।

এ বিষয়ে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিক্কার আলী জুলাই জানিয়েছেন ১১ জন প্রার্থীকে সমঝোতার সুযোগ দেওয়া হয়েছিলো। তারা মিলতে পারেননি। তাদের দুইদিনের সুযোগ দেওয়া হয়েছে।

এর মধ্যে তারা মিলতে না পারলে আগামি শনিবার সিদ্ধান্ত নেওয়া হবে। বাঘারপাড়া থানার ওসি জসিম উদ্দীন সাংবাদিকদের জানিয়েছেন, দলের অর্ন্তকোন্দল ঘটনার সময়ই নিস্পত্তি হয়েছে। থানায় কোন অভিযোগ হয়নি।

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রণজিৎ কুমার রায় এমপি। এ সময় দলের মনোনয়ন প্রত্যাশিরা ছাড়াও উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/সিএইচ

Comments