ঝিনাইদহে ফের ট্রাক দূর্ঘটনা, এবার প্রাণ গেলো শিশুর

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় অবৈধ বালি টানা ট্রাকায় চাপায় ৫ বছরের অনিক নিহত। সে কীর্ত্তিনগর উত্তরপাড়া গ্রামের লিটন হোসনের ছেলে।

কাতলাগাড়ী পুরাতন বাজারে এ দূর্ঘটনা ঘটে। শিশু অনিক ঘটনাস্থেলই নির্মমভাবে নিহত হয়েছে বলে জানা গেছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে শনিবার ভোরে ঝিনাইদহে পণ্যবাহী ট্রাক উল্টে আনিসুর রহমান নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত ব্যবসায়ী আনিস যশোর জেলার বাঘারপাড়া উপজেলার দোহাখোলা গ্রামের মোশারেফ হোসেনের ছেলে।

দুর্ঘটনায় সৌরভ নামের আরো এক ব্যবসায়ী আহত হয়। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি একই জেলা ও উপজেলার মহিরন গ্রামে। সদর উপজেলার খড়িখালী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

/আরএ

Comments