জয়পুরহাটে অবৈধভাবে গড়ে উঠা ইটভাটা বন্ধে পরিবেশ মন্ত্রীর নির্দেশ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৯ নিজস্ব প্রতিবেদক: জয়পুরহাট জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে যত্রতত্র গড়ে উঠেছে প্রায় ৫১ টি ইটভাটা। যার দরুন ঐ এলাকার পরিবেশ বিপর্যয় ঘটছে। সাধারণ মানুষ শ্বাস কষ্টের মত নানা শারীরিক অসুস্থতার স্বীকার হচ্ছে। এসব ইটভাটা গুলোর অধিকাংশের নেই কোনো ধরনের ছাড়পত্র। জয়পুরহাটের তিনটি উপজেলাতে মোট ৫১ টি ইটভাটা আছে। তন্মধ্যে ৯টি ইটভাটার লাইসেন্স এর মেয়াদ আছে। বাকি ৩৯ টা ইটভাটার বেশিরভাগের লাইসেন্স এর মেয়াদ ২০১২ বা ২০১৩ তে শেষ হয়েছে। আর ৪ টি ইটভাটা কোনো প্রকার কাগজ ছাড়াই তারা তাদের ইট উৎপাদন করছে। জয়পুরহাট সদরে মোট ৩২ টির মধ্যে বেশিরভাগেরই লাইসেন্স এর মেয়াদ শেষ অনেক আগেই । হাতেগোনা ৫/৬ টার ভাটার লাইসেন্স এর মেয়াদ আছে তন্মধ্যে মেসার্স জামান ব্রিকস প্রোপাইটর মোহাঃ খালেকুজ্জামান, মেসার্স বদরুদ্দোজা মিঠু ব্রিকস প্রোঃ আফতাব উদ্দিন, মেসার্স উজ্জ্বল ব্রিকস, প্রোঃ আবু রাইহান, মেসার্স আর কে ব্রিকস, প্রোঃ মোহাঃ ইমরান হোসাইন, মেসার্স বনলতা ব্রিকস প্রোঃ নুরুজ্জামান শেখ, জয়পুরহাট গ্রিন ব্রিকস প্রোঃ আবু সাইদ আল মাহামুদ স্বপন। এগুলোর লাইসেন্স এর মেয়াদ আছে ২০২০ সাল পর্যন্ত। বাকি ২৬ টির লাইসেন্স এর মেয়াদ অনেক আগেই শেষ। ৩টি ইটভাটা কোন প্রকার লাইসেন্স ছাড়াই চলছে সেগুলো হলো মেসার্স এস. বি.এ ব্রিকস প্রোঃ শাহিনুর রহমান, মেসার্স বি এম ব্রিকস প্রোঃ মশুহুর রহমান, মেসার্স জেড এম ব্রিকস প্রোঃ মাহবুবুল হক। লাউসেন্স এর মেয়াদহীন মেসার্স এইচ ব্রিকস প্রোঃ মোঃ পারভেজ আহমেদ, মেসার্স মান্নান এন্ড ব্রিকস প্রোঃ নিলুফা বেগম, মেসার্স কে টি ব্রিকস প্রো আজম আলি, মেসার্স বসুন্ধরার ব্রিকস প্রোঃ নজরুল ইসলাম, মেসার্স এস এ ব্রিকস প্রো আজিজুল হক, মেসার্স এ এস ব্রিকস প্রো মাহমুদ হাসান সরদার, মেসার্স এ এস ব্রিকস প্রো হাসান সরদার, মেসার্স হক ব্রাদার্স কনস্ট্রাকশন প্রোঃ কাজি যোবাইদা জেসমিন, মেসার্স আর রহমান ব্রিকস প্রোঃ সরদার মোমতাজুস সরদার,মেসার্স এনামুল হক ব্রিকস প্রোঃ মেহেদি হাসান, মেসার্স ই এইচ বি ফিল্ড প্রোঃ মিসেস হাসনা হেনা, মেসার্স এ. আর. ব্রিকস প্রোঃ আমান উল্লাহ রফিকুল ইসলাম, মেসার্স রুবি ব্রিকস প্রোঃ মোজাহার আলি প্রধান, মেসার্স এম আর ব্রিকস প্রোঃ আব্দুল মান্নান সরদার, মেসার্স মা ব্রিকস প্রোঃ আবদুস ছালাম আকন্দ, মেসার্স আর কে ব্রিকস প্রোঃ রাহহান করিব, মেসার্স বি সি পি ইটভাটা প্রোঃ শ্রীমনি পারুল রানি,মেসার্স কে এম ব্রিকস প্রোঃ মামুনুর রশিদ। এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, সমগ্র বাংলাদেশে পরিবেশ বিপর্যয় হয় এমন অবৈধভাবে গড়ে ওঠা সকল ইটভাটা বন্ধের জন্য ইতিমধ্যেই আমরা স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি । জয়পুরহাটে অবৈধভাবে গড়ে উঠা সকল ইটভাটা দ্রুত বন্ধে তিনি আশ্বাস প্রদান করেন। /আরএ Comments SHARES সারাদেশ বিষয়: