যশোরে পানের বরজে আগুন; ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৯

শান্ত দেবনাথ, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশরের বাঘারপাড়ার খাজুরা এলাকার নিমটা গ্রামে ৩ বিঘা জমির পানের বরজ আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ তিন কৃষক।

ক্ষতিগ্রস্থরা হলেন নিমটা গ্রামের ফকির চাঁদের ছেলে জাহাঙ্গীর হোসেন এবং একই গ্রামের মানিক মন্ডলের ছেলে নাজের আলী ও হুজুর আলী। সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গতকাল বাঘারপাড়া থানায় মামলার প্রস্তুতি চলছিলো।

সরেজমিনে ঘটনার বিষয়বস্তু জানতে গেলে ক্ষতিগ্রস্থ নাজের আলী জানান, তাদের দুই ভাইয়ের ও জাহাঙ্গীরের পাশাপাশি ১২৬ শতক জমিতে পানের বরজ ছিলো। প্রতিদিনের ন্যায় গত সোমবার বিকালে কাজ শেষে ক্ষেত থেকে বাড়ি ফিরে আসি।

সেই সুযোগে ওই দিন সন্ধ্যা নামার পরেই পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা পরিকল্পিতভাবে তাদের পানের বরজের বেড়ার শুকনো পাতা ও পাটকাঁঠিতে আগুন ধরিয়ে দেয়।

মুহুর্তের মধ্যে চারিদিকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসীদের চিৎকারে ঘটনাস্থলে পৌঁছার আগেই পুরো বরজ পুড়ে ভূষ্মীভুত হয়ে যায়। এতে তাদের প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

/আইকে

Comments