যশোরে সাংবাদিক কচি’র মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৯

যশোর জেলা প্রতিনিধি: দৈনিক যুগান্তর যশোর ব্যুরোর সাবেক প্রধান প্রথিতযশা সাংবাদিক কিরণ সাহা কচি’র শুক্রবার ৫ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও ছড়াবার্তা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

যশোর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তর পাঠক ফোরাম স্বজন সমাবেশের সভাপতি জিএম জুলফিকার আব্দুল্লাহ।

স্মরণসভায় স্মৃতিচারণ করেন প্রেসক্লাব যশোরের ভারপ্রাপ্ত সভাপতি মনোতোষ বসু, সহ-সভাপতি আনোয়ারুল কবীর নান্টু, সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) সভাপতি সাজেদ রহমান বকুল, দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টু, দৈনিক প্রতিদিনের কথার ভারপ্রাপ্ত সম্পাদক ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, কিরণ সাহা’র সহধর্মিনী আরতি সাহা, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর যশোর ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বজন সমাবেশ যশোর জেলা শাখার সহ-সভাপতি প্রভাষক তরিকুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলামিস্ট ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম রন্টু, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এইচআর তুহিন, নির্বাহী সদস্য আমিনুর রহমান মামুন, বিএফইউজে যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন। এছাড়াও স্বজন সমাবেশের বন্ধুরা উপস্থিত ছিলেন।

স্মরণসভা শেষে অতিথিবৃন্দ কিরণ সাহার লেখা ‘ছড়াবার্তা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। একুশে গ্রন্থমেলায় চমন প্রকাশনীর ব্যানারে প্রকাশিত হচ্ছে বইটি।

/আইকে

Comments