যশোর ২৫০ শয্যা হাসপাতালে অর্থ ব্যয়ে অনিয়মের তদন্তে দুদক উপপরিচালক

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৯

বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২০১১-১২ ইং অর্থবছরে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার সকাল ৯টায় দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক আলী আকবর হাসপাতালে পৌঁছে অভিযোগের ভিত্তিতে বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখা শুরু করেছেন। দিনব্যাপী তদন্ত কার্যক্রম চলবে বলে জানা গেছে।

দুদক কর্মকর্তা আলী আকবর জানিয়েছেন, যশোর, মাগুরা ও কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২০১১-১২ইং অর্থবছরে ১শ ৫১ কোটি টাকার মালামাল ক্রয়ে প্রতারণার অভিযোগ ওঠে। যার মধ্যে এমএসএরসহ বিভিন্ন মালামাল ছিলো। মালামাল ক্রয়ে অনিয়মের অভিযোগ আমলে নেয় দুদক। উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এসেছেন।

দুদক কর্মকর্তা আলী আকবর আরো জানান, তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ক ও স্টোরকিপারের সাথে কথা বলেছেন। তদন্তের প্রয়োজনে বিভিন্ন মালামাল ক্রয়ের কাগজপত্র খতিয়ে দেখা শুরু করেছেন। দিনব্যাপী তদন্ত কার্যক্রম চালানো হবে। মাগুরা ও কুষ্টিয়া হাসপাতালেও অনিয়মের অভিযোগ তদন্ত করবেন। কার্যক্রম শেষ হলে প্রতিবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেবেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু জানান, ২০১১-১২ ইং অর্থবছরে হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন ডা. সালাউদ্দিন আহমেদ। ফলে বিষয়টি তিনি অবগত নন। কাগজপত্র দেখে বিস্তারিত বলতে পারবেন। দুদকের ওই কর্মকর্তাকে তদন্তের বিষয়ে সার্বিক সহযোগিতা করবেন বলে জানান তত্ত্বাবধায়ক।

/আরএ

Comments