জাপান-বাংলাদেশ আড়াইশ কোটি ডলার ঋণচুক্তি

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, মে ২৯, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: জাপানের সঙ্গে আড়াইশ’ কোটি ডলারের ঋণচুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আজ দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তির আওতায় যেসব প্রকল্প বাস্তবায়ন হবে, সেগুলো হলো- মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্প-১, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প (লাইন-১), সরাসরি বৈদেশিক বিনিয়োগ উৎসাহিতকরণ প্রকল্প-২, জ্বালানি সক্ষমতা ও সংরক্ষণ উৎসাহিতকরণ অর্থায়ন প্রকল্প (ফেজ-২) ও মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প-৫।

চুক্তি স্বাক্ষরয়ের আগে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে, শেখ হাসিনা টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান শিনজো আবে। তাকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার।

এদিকে, টোকিওর একটি হোটেলে সকালে জাপানের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন শেখ হাসিনা। এ সময় জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান তিনি। বাংলাদেশে ব্যবসার সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে বলেও উল্লেখ করে জাপানি ব্যবসায়ীদের সব রকম সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

এএ/

Comments