ঝালকাঠির নলছিটিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বরখাস্ত জানুয়ারিতে, প্রকাশ আজ

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, মার্চ ৪, ২০১৯

নাঈমুর রহমান শান্ত, ঝালকাঠি: বিভিন্ন অনিয়মের অভিযোগে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের দক্ষিণ চৌদ্দবুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা  ‍সূচি আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি সাবেক সহকারি শিক্ষা কর্মকর্তা (এটিও) মো.রিয়াজুল ইসলামের স্ত্রী। তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, উপজেলা শিক্ষা কর্মকর্তার (টিও) সঙ্গে অশোভন আচরণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।

জানা গেছে, সম্প্রতি ওই বিদ্যালয়ে সরেজমিনে পরিদর্শনে যান টিও মোহাম্মদ মোজাম্মেল। স্থানীয়দের উপস্থিতিতে তদন্তকালে তিনি ঐ শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে তাকে সতর্ক করেন। এসময় ওই শিক্ষিকা তার সঙ্গে অশোভন আচরণ করেন এবং ক্ষমতার দাপট দেখান।

এ ঘটনার পর টিও মোহাম্মদ মোজাম্মেল জেলা শিক্ষা কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন এবং ওই শিক্ষিকার শাস্তির সুপারিশ করেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) মোহাম্মদ মোজাম্মেলের সুপারিশের প্রেক্ষিতে গত ২৮ জানুয়ারি জেলা শিক্ষা কর্মকর্তা মো. সায়েদুজ্জামান শিক্ষিকা সচি আক্তারকে সাময়িক বরখাস্ত করেন।

বিষয়টি এতদিন গোপন থাকলেও সোমবার (৪ মার্চ) তা জানাজানি হয়। এতে এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

/আরএ

Comments