সৈয়দ আশরাফের আসনে উপনির্বাচনে বোন জাকিয়া

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৯

একুশ ডেস্ক: সদ্য প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের আসনে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন বোন ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি।

আজ শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে সৈয়দা জাকিয়া নুর লিপির পক্ষে তার মামাতো বোন আনা মিলকী মনোনয়নের জন্য আবেদনপত্র ক্রয় করেন।

সাবেক এই জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক থাইল্যান্ডে চিকিৎসাধীন থাকা অবস্থায় নিার্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন।

গত বছরের জুলাই মাসে ফুসফুসে ক্যানসারের কারণে তাঁকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি বিজয়ী হন।

কিন্তু সাংসদ হিসেবে শপথের আগেই গত ৩ জানুয়ারি বৃহস্পতিবার রাত ১০টার দিকে মারা যান সৈয়দ আশরাফুল ইসলাম।

তার মৃত্যুতে এ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। উপনির্বাচনে এ আসনে আওয়মী লীগের প্রার্থী হচ্ছেন সদ্য প্রয়াত এই নেতার বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

আগামী ২৮ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ-১ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেয়া যাবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ৩ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

/আরএ

Comments