জাবিতে ‘নিরাপদ খাদ্য ও বায়োটেকনোলজি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৯

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘নিরাপদ খাদ্য ও বায়োটেকনোলজি: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. মো: শরীফ হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের সভাপতি মো: মাহফুজুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল জব্বার হাওলাদার ও ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাব্যবস্থাপক ড. মো: সলিমুল্লাহ। প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মো: ইকবাল রউফ মামুন ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. কাজী দিদারুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো: মাহফুজুল হক বলেন, ‘নিরাপদ খাদ্যের সাথে বায়োটেকনোলজি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ খাদ্যের জন্য একটি সর্বসম্মত কাঠামো তৈরি করা হয়েছে। বাংলাদেশ সরকার নিরাপদ খাদ্যকে অনেক গুরুত্ব দিচ্ছে। সরকার নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাবার নিশ্চিত করছে। বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যেখানে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন করা হয় । আগামী বছরের ৭ জুন থেকে জাতিসংঘ থেকে নিরাপদ খাদ্য দিবস পালন করা হবে ।
প্রতিটি উপজেলায় ফুড টেস্ট ল্যাবরেটরি স্থাপন করা করছে সরকার। তবে বর্তমানে উপযুক্ত কর্মী বাহিনী, ফুড টেস্টিং ল্যাবরেটরি অপ্রতুল। দক্ষ জনবল তৈরি করাটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ।’

সেমিনারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Comments