পুলিশি বাধায় ভারতীয় দূতাবাস অভিমুখে ইসলামী আন্দোলনের গণমিছিল পণ্ড নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৯ নিজস্ব প্রতিবেদক: পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ কর্তৃক আয়োজিত ভারতীয় দূতাবাস অভিমূখে গণমিছিল। মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর জাতীয় বায়তুল মুকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে ইসলামী আন্দোলনের আমীর সৈয়দ মুফতি রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশ করে দলটি। পরে ভারতীয় দূতাবাস অভিমুখে বের হওয়া মিছিলটি পল্টন মোড়ে পুলিশি বাধায় থেমে যায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রাচর সম্পাদক আহমদ আব্দুল কাইয়ূম একুশ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গণমিছিলের পাশাপাশি স্বারকলিপি প্রদানের কর্মসূচিও ছিল ইসলামী আন্দোলনের। গণমিছিলটি পুলিশি বাধার মুখে পড়লে দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল ভারতীয় দূতাবাসে স্বারকলিপি প্রদান করতে যায়। আহমদ আব্দুল কাইয়ূম বলেন, ভারতীয় দূতাবাসের সিনিয়র কর্মকর্তাদের নির্লিপ্ত আচরণে প্রতিনিধি দলের সদস্যরা ক্ষুব্ধ হয় এবং স্বারকলিপি প্রদান না করে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। পরে ভারতীয় দূতাবাসের লিয়াজো অফিসার সিদ্দিকুর রহমান এসে স্বারকলিপি গ্রহণ করেন। উল্লেখ্য, গত ৫ জুলাই ভারতে মুসলিম নিধন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং পরের ১১ জুলাই গোলটেবিল বৈঠক ও ১৩ জুলাই দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন শেষে দূতাবাস অভিমুখে গণমিছিল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। Comments SHARES জাতীয় বিষয়: