বাদ ইনু; নেই মেনন-মঞ্জুও

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৯

মারুফ মুনির, বিশেষ প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রীসভায় ঠাই হলো না বহুল আলোচিত ও সমালোচিত অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রীর।

নৌমন্ত্রী শাজহান খান থেকে শুরু করে হেভিওয়েট মন্ত্রী তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, নুরুল ইসলাম নাহিদ, মোহাাম্মদ নাসিমও রয়েছন।

পুরনোদের বাদ পড়া তালিকায় নাম উঠলো জাসদ সভাপতি হাসানুল ইনু, ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টি জেপির সভাপতি আনোয়ার হোসেন মন্ত্রী।

জাতীয় পার্টির (জাপা) বিরোধী দলে যাওয়ার ঘোষণা দেওয়ায় এবারের মন্ত্রীসভায় জাপার কেউ থাকছে না সেটা আগেই আন্দাজ করা গেছে।

সেই সাথে ইনু, মেনন ও মঞ্জু বাদ পড়ার মধ্য দিয়ে নতুন মন্ত্রীসভায় ঠাই হলো না মহাজোটের কোনো শরীক দলের প্রতিনিধি।

দশম সংসদে শরীকদের মধ্য থেকে এই তিন মন্ত্রী ছাড়াও জাতীয় পার্টি থেকে একাধিক মন্ত্রী ছিলো।

/এসএস

Comments