রংপুর চিনিকলের আখচাষীদের পাওনা পরিশোধের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৯ রেজুয়ান খান রিকন, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ রংপুর চিনিকলের আখচাষীদের পাওনা ১৫ কোটি টাকা পরিশোধের দাবীতে মানববন্ধন করেছে আখচাষীরা। চিনিকলের প্রধান ফটকের সামনে সোমবার প্রায় দুই ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধন অংশ নেন বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশন, চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা কর্মী ও আখচাষীরা চাষীরা। এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশনের সহ-সভাপতি জিন্নাত আলী প্রধান, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রশীদ ধলু, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুন্সী রেজওয়ানুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রধান, আখচাষী নেতা আলহাজ্ব মোহাম্মদ আলী, রংপুর চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, প্রমুখ। বক্তারা বলেন, গত বছরের ৭ ডিসেম্বর এ চিনিকলের মাড়াই মৌসুম শুরুর পর ২০ ডিসেম্বর পর্যন্ত আখের মূল্য পরিশোধ করা হলেও তারপর থেকে গত দেড় মাসে বাকী পড়া ১৫ কোটি টাকার মধ্য থেকে আর কোনো টাকা পরিশোধ করা হয়নি। তারা বর্তমানে চিনিকলের নিয়োজিত অদক্ষ কর্মকর্তাদের বদলী এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ভারপ্রাপ্ত চেয়াারম্যানের পদত্যাগের দাবী করেন। পরে বিকেলে আখচাষীরা গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। /আরএ Comments SHARES সারাদেশ বিষয়: