আখেরী মুনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম অংশ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৯ বিশেষ প্রতিবেদক: টঙ্গীর তুরাগ তীরে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম অংশ। শনিবার সকাল পৌনে ১১টায় ইজতেমা ময়দানে প্রথম পর্বের মুনাজাত শুরু হয়। মুনাজাত পরিচালনা করেন কাকরাইল মারকাজের শীর্ষ শুরা সদস্য ও মুরব্বি হাফেজ মাওলানা মুহাম্মদ জোবায়ের। বৃহস্পতিবার টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমা। ইজতেমায় অংশ নিতে সারা দেশে থেকে ধর্মপ্রাণ মানুষ গতকালই টঙ্গীতে আসেন। এবারের ইজতেমায় অংশ নিয়েছেন ভারতের অন্যতম শীর্ষ মুরব্বি মাওলানা আহমদ লাট, মাওলানা ইবরাহিম দেওলা ও মাওলানা জুহায়েরুল ইসলাম। উল্লেখ্য, এ বছর বিশ্ব ইজতেমা দুটি পর্ব একত্রে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বের নেতৃত্ব থাকছে তাবলিগের বিতর্কিত মুরুব্বি সাদ বিরোধী অংশ। এবং পরবর্তী পর্বে সাদ অনুসারীদের নেতৃত্বে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বে মুনাজাত হবে সোমবার। /আরএ Comments SHARES জাতীয় বিষয়: