তীব্র গরমের তাপদাহে হাঁসফাঁস করছেন কুষ্টিয়াবাসী নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৯ তামীম আদনান, কুষ্টিয়া: কুষ্টিয়া সহ সারা দেশে তীব্র গরমের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বৈশাখের শুরুতে প্রচন্ড গরমের তীব্রতা বেশি হওয়ায় শীতল হচ্ছে না প্রকৃতি। গরমের সাথে থেমে থেমে যে বাতাস বইছিলো সেই বাতাস ছিলো আগুনের আচের মতো। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। শুক্রবারে কুষ্টিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ছিলো ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বৈশাখের শুরু থেকে ঝড়-বৃষ্টির দেখা মিললেও গত কয়েকদিন ধরে গরমের মাত্রা বেড়ে যায়। গরমে ঘরে-বাইরে কোথাও স্বস্তি ছিলো না। শিশুরা ছাড়াও গরমে সবচেয়ে বেশি অতিষ্ঠ হয়ে পড়ছেন বৃদ্ধরা। গরমের তীব্র প্রভাব পড়েছে প্রাণিকুলেও। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে গরমের তীব্রতা। প্রচন্ড রোদের সাথে ছিলো গরম হাওয়া। একদিকে তীব্র তাপদাহ অন্যদিকে গরম হাওয়ার ফলে জনজীবন দুর্বিসহ হয়ে উঠে। তাই একটু স্বস্তি পেতে বেছে নিচ্ছে রাস্তার পাশে বিক্রি হওয়া লেবুর শরবত, আঁখের রস, ডাবের পানি। অতিরিক্ত গরমে শিশুরা জ্বর, সর্দি-কাশি, নিউমোনিয়া, ডায়রিয়াসহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। ফলে সরকারি-বেসরকারি হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। তীব্র তাপদাহের কারণে বেশি বিপাকে পড়েন খেটে খাওয়া সাধারণ মানুষ। খুব শিগগিরই ভারী বর্ষণেরও কোনো সম্ভাবনা নেই। আরো কয়েকদিন এরকম আবহাওয়া থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে কয়েকদিন পর তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। /আরএ Comments SHARES সারাদেশ বিষয়: