তীব্র গরমে কুষ্টিয়ায় হিটস্ট্রোক ও ডায়রিয়া রোগীর প্রকোপ বৃদ্ধি

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৯

তামীম আদানান, কুষ্টিয়া প্রতিনিধি: প্রচন্ড গরমে কুষ্টিয়ার জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বাড়ছে পানিবাহিত রোগ। ডায়রিয়ার পাশাপাশি জ্বর, সর্দিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে অনেকে। ফলে শহরের সরকারি-বেসরকারি হাসপাতালের পাশাপাশি বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রোগীর চাপ বাড়ছে।

গরমে কুষ্টিয়ায় ডায়রিয়া রোগীর বেশীর ভাগই শিশু। বর্তমানে পানির চাহিদা বেশি, কিন্তু কুষ্টিয়া শহরে বিশুদ্ধ পানির অভাব তীব্র। জীবাণুযুক্ত খাবার ও দূষিত পানি পানে মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বলে চিকিৎসকরা মনে করছেন।

সদর হাসপাতালে দিনে গড়ে ৩০ জন শিশু হাসপাতালে ডায়রিয়া ও শিশু ওয়াডে সেবা নিচ্ছে শনিবার সকাল পর্য়ন্ত দুই ওয়াডে ভর্তি রোগির সংখ্যা প্রাই ১০০জন।

কুষ্টিয়া বেসরকারি বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকেও ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে। সব মিলিয়ে দিনে গড়ে ৫০ জন ডায়ারিয়ায় ও বিভিন্ন শিশু রাগে আক্রান্ত হচ্ছে।

বেড স্বল্পতার কারণে সরকারি হাসপাতালের মেঝেতে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। হাসপালে কর্তব্যরত নার্চ ও ডাক্তাররা বলছেন আবহাওয়া পরিবর্তন না হলে রোগিদের চিকিৎসা দিতে আমাদের বেগ পেতে হতে পারে । যত দিন যাবে হাসপাতালে রোগির সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে । বর্তমানে এখন চাহিদা অনুযায়ী স্যালাইন সরবরাহ রয়েছে।

রোগে আক্রান্ত রোগির বেশির ভাগ শিশু- তাই তারা প্রচন্ড গরমে খাবারে প্রতি সচেতন্তা বৃদ্ধির জন্য শিশুকে খাবার খাওয়ানোর আগে ভালো করে হাত ধুয়ে নিতে পরামর্শ দিচ্ছেন। বাসি পচা খাবার ও বাইরের খোলা খাবার হতে বিরত থাকতে এবং বেশি পরিমানে বিশুদ্ধ পানি পান করতে বলছেন চিকিৎসকরা।

/আরএ

Comments