‘শিশু ও বৃদ্ধাদের বিনামূল্য স্বাস্থসেবা; প্রত্যেক বিভাগীয় শহরে ক্যান্সার হাসপাতাল’

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৯

একুশ নিউজ ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন জানিয়েছেন, এক বছরের কম ও ৬৫ বছরের বেশি বয়সী নাগরিককে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে সরকার।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে খুব একটা অব্যবস্থা নেই। যতটুকু আছে তাও থাকবে না। শিগগিরই স্বাস্থ্য খাতে সিন্ডিকেট ও অনিয়মের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলবে।

মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার ১০০ দিনের কর্মসূচি সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

মন্ত্রী জানান, প্রতিটি বিভাগীয় শহরেই ১০০ শয্যার ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হবে। এক বছরের নিচে শিশু এবং ৬৫ বছরের ওপরে বৃদ্ধদের বিনামূল্যে চিকিৎসা দেয়ার পরিকল্পনা করেছে সরকার।

বিভিন্ন হাসপাতালে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এছাড়া স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতির জন্য একটি ওয়েবসাইট খোলা হয়েছে। সেখানে সারাদেশের জনগণ তাদের অসুবিধার কথা জানাতে পারবেন।

ওয়েবসাইটের মাধ্যমে কী চিকিৎসা নেয়া দরকার তা জানা যাবে। পুরো বিষয়টি মন্ত্রী, তার সচিব এবং মন্ত্রণালয় তদারকি করবে।

/এসএস

Comments