বিমান-ট্রেন চললেও বন্ধ থাকবে হেলিকপ্টার

প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৮

একুশ নিউজ: যানবাহন চলাচলে নিষেধাজ্ঞায় বিমান ও ট্রেন চলাচলে বাধা না থাকলেও হেলিকপ্টার চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।

শুক্রবার ২৮ ডিসেম্বর দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

সংশ্লিষ্ট খবর…. ভোটের দিন চালু থাকবে যে সব যানবাহন

শুক্রবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে দেওয়া ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত নির্দেশনায় এ সংক্রান্ত  নিষেধাজ্ঞার কথা বলা হয়।

যার অনুলিপি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইনস লিমিটেড, সিকদার এভিয়েশন হ্যাঙ্গার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, স্কয়ার এয়ার লিমিটেড, সাউথ এশিয়ান এয়ারলাইনস লিমিটেড চেয়ারম্যানসহ সকল বেসরকারি হেলকপ্টার সার্ভিস কোম্পানিগুলোকে দেওয়া হয়।

তবে জরুরি রোগীর যাতায়াত বা হাসপাতালে প্রেরণ, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা এবং ঔষধ ও জরুরি পণ্য পরিবহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

/এসএস

Comments