খাদ্য সন্ধানে লোহাগাড়ায় লোকালয়ে বন্যহাতি

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, মে ২৫, ২০১৯

আরিফুল ইসলাম রিফাত, চট্টগ্রাম:চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বন থেকে লোকালয়ে ঢুকে পড়েছে একটি বন্যহাতি।শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার চুনতি বনপুকুর হোটেল মিড ওয়ে ইন ও এর পাশ্ববর্তী এলাকায় এটি হানা দেয় বলে জানা যায়।

হাতিটি চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে বনের ভিতর খাদ্য সংকট এবং বন ধ্বংসের কারণে লোকালয়ে চলে আসে বলে ধারণা এলাকাবাসীর। তবে হাতিটি এলাকায় কোনো ধরনের তান্ডব ও ক্ষয়ক্ষতি করতে পারেনি। এলাকাবাসীর তাড়া খেয়ে আবারও কিছুক্ষনের মধ্যেই বনের ভিতর ঢুকে পড়েছে। এদিকে হাতিটি লোকালয়ে চলে আসার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সকলের মাঝে আতংক বিরাজ করে।

স্থানীয় যুবক মুবিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে জানান, সকালে হাতিটি চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে লোকালয়ে ঢুকে পড়ে।এরপর আমরা এলাকাবাসীদের সহায়তায় হাতিটি আবার বনে ফিরে যায়।তবে কোনো ধরনের তান্ডব চালাতে পারেনি।

এমএম/

Comments