পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০১৯ নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটকে শপথ পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৭ মার্চ) সন্ধ্যায় নিজ কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী। পরে নবনির্বাচিত চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এদিকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আনোয়ার সাদাত সম্রাট ৩১৯ ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত ২৮ ফেব্রুয়ারি জেলা পরিষদ উপ নির্বাচনে ৫টি উপজেলা পরিষদ, ২টি পৌরসভা ও ৪৩টি ইউনিয়ন পরিষদের ৫৮৩ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর ও সদস্য ভোটার ভোট প্রদান করেন। উল্লেখ, ২০১৬ সালের ২৮ ডিসেম্বর পঞ্চগড় জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমানুল্লাহ বাচ্চু জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। চলতি বছরের ৯ জানুয়ারি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেলে আসনটি শূণ্য হয়। এফএফ Comments SHARES জাতীয় বিষয়: