হজযাত্রীদের জন্য ‘মক্কা রোড ইনিশিয়েটিভ’ কর্মসূচী

প্রকাশিত: ৮:২২ পূর্বাহ্ণ, মে ১৪, ২০১৯

ডেস্ক: চলতি বছরের হজে সৌদি আরবের ‘মক্কা রোড ইনিশিয়েটিভ’ কর্মসূচীর অধীনে যাত্রী পরিবহনের সময় একটি ডেডিকেটেড ফ্লাইটে সর্বোচ্চ তিনটি হোটেল বাড়ির বেশি হজযাত্রী পরিবহন করা যাবে না।

সোমবার ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব এসএম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, বিষয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, সৌদি এ্যারাবিয়ান এয়ারলাইন্স লিমিটেড এবং হজ এজেন্সিসমূহের উপস্থিতিতে সৌদি ডেলিগেশন কর্তৃক অবহিত করা হয়েছে।

ইতোমধ্যে হজযাত্রীদের বিমানের টিকেট সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে হজযাত্রী পরিবহনকারী সকল এয়ারলাইন্স হজ এজেন্সির সংশ্লিষ্ট সকলের সহায়তা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

এজেড/

Comments