রাষ্ট্রীয় খরচে হজে যাচ্ছেন দেশসেরা ৫৫ আলেম নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০১৯ বাংলাদেশি হজযাত্রীদের হজ পালন বিষয়ে ধর্মীয় ও বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের নিয়ে ৫৫ সদস্য বিশিষ্ট ‘ওলামা মাশায়েখ টিম’ গঠন করেছে ধর্ম মন্ত্রণালয়। রাষ্ট্রীয় খরচে হজযাত্রীদের প্যাকেজের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান সাপেক্ষে এই প্রথমবারের মতো দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের নিয়ে এ উদ্যোগ গ্রহণ করেছে ধর্ম মন্ত্রণালয়। এ বিষয়ে গতকাল ৯ জুলাই (মঙ্গলবার) ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিব্বির আহমদ উছমানি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ সক্রান্ত আদেশ জারি হয় এবং অবিলম্বে তা কার্যকর করার নিদের্শ প্রদান করা হয়। এ তালিকায় বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক ও কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়ার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ দেশের বিভিন্ন বড় মাদরাসার প্রিন্সিপাল, মসজিদের খতিবরা অন্তর্ভুক্ত হয়েছেন। আগামী ৪ ও ৫ আগস্ট ফ্লাইট প্রাপ্তি সাপেক্ষে ওলামা মাশায়েখদের দলটি সৌদি আরবে যাবেন। ২৩ আগস্ট তারা দেশে ফিরে আসবেন। হজ পালন বিষয়ে ধর্মীয় ও বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে যে ৫৫ জন আলেম সৌদি আরব যাচ্ছেন তাদের তালিকা দেখতে তালিকা দেখতে ক্লিক করুন। আরএম/ Comments SHARES জাতীয় বিষয়: দেশসেরা ৫৫ আলেম