‘বঙ্গবন্ধুই বাংলাদেশে বিজ্ঞানভিত্তিক উন্নয়নের ধারা সূচনা করেন’ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০১৯ আল আমীন, জাবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত দিয়েই বাংলাদেশের প্রথম বিজ্ঞানভিত্তিক ও সার্বিক উন্নয়ন কার্যক্রমের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অবিচ্ছিন্ন। আমাদের যে চেতনা সেটা গেঁথে দিয়েছেন বঙ্গবন্ধু। কখনো কোন কিছুতে আপোষ করেননি তিনি। বঙ্গবন্ধু যে আমাদের জাতির পিতা সেটা মনে ধারণ করতে হবে। তিনি শুধু স্থপতি নন বরং প্রকৌশলীও। বঙ্গবন্ধু এমন একজন ব্যক্তি ছিলেন যিনি নতুন দেশ গঠনের পাশাপাশি সেটিকে দ্রুত শক্ত অবস্থানে নিয়ে যেতে পেরেছেন। বঙ্গবন্ধু সম্মোহনী শক্তির মাধ্যমে দেশের সব শ্রেণীর মানুষকে সহজে আপন করে নিয়েছিলেন। বুধবার (২০ মার্চ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং’ কর্তৃক আয়োজিত ‘বিজ্ঞান মনস্ক সমাজ গঠনে বঙ্গবন্ধুর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি, থাইল্যান্ড) এর বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. জয়শ্রী রায়। তিনি আরও জানান, বর্তমানে দেশে প্রবৃদ্ধির হার ৮.৫ শতাংশ। সারাদেশ ১০০ টি অর্থনৈতিক জোন তৈরীর প্রক্রিয়া চলছে। বিজ্ঞানী ও গবেষকরা কাজে আগ্রহী হচ্ছেন। দুর্যোগ ব্যবস্থাপনার জন্য নিজেরা ফান্ড তৈরি করা হয়েছে যেটা বিশ্বে প্রথম। মূল প্রবন্ধে জয়শ্রী রায় বলেন, বঙ্গবন্ধু কখনোই নিজেকে নিয়ে ভাবেননি, মানুষ, দেশ ও বিশ্বকে নিয়ে ভেবেছেন। ২১০০ সালের মধ্যে হিমালয়ের তিন ভাগের এক ভাগ হারিয়ে যাবে ১.৫ মাত্রায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে । আঞ্চলিক সহযোগিতা বাড়ালে এটার কিছুটা সমাধান সম্ভব বলে জানান তিনি। সমাপনী ভাষণে উপাচার্য ড. ফারজানা ইসলাম বলেন, বঙ্গবন্ধুর জন্য আমরা বিজ্ঞানমনস্কতা, শিল্প সাহিত্য তো বটেই পুরো দেশ পেয়েছি। সবচেয়ে বড় কথা স্বাধীনতা পেয়েছি। নতুন প্রজন্মের মধ্যে জাতির জনকের ভাবধারা ও দর্শনের প্রচার ও প্রসার ঘটানো এই দুই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইনস্টিটিউটের পরিচালক ড. শেখ তৌহিদুল ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) নূরুল আলম, ট্রেজারার মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ প্রমুখ বক্তব্য রাখেন। /আরএ Comments SHARES জাতীয় বিষয়: