খুলনায় এক বাড়ি থেকে ১১ লক্ষ টাকার সম্পদ ছিনতাই

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৯

শেখ নাসির উদ্দিন: খুলনার ডুমুরিয়া ‍ উপজেলায় একটি বাড়ি থেকে  ১১ লক্ষ টাকার সম্পদ ছিনতাই হয়েছে।

শুক্রবার (০৮ মার্চ) দিনগত রাত ৩টার দিকে ঘটনা ঘটে।

এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের কোপে ওই বাড়ির গৃহকর্তা নারায়ণ রাহা (৭১) গুরুতর আহত হয়েছেন। স্থানীয় জনতা ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় তিন ডাকাতকে আটক করা হয়েছে।

ডাকাতদল পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ মোট ১১ লাখ টাকার সম্পদ লুট করেছে বলে দাবি করেছে ওই পরিবার।

আহত গৃহকর্তা নারায়ণ জানান, রাতে পাঁচ থেকে ছয়জনের একদল ডাকাত দোতলার জানালার গ্রিল কেটে তাদের ঘরে প্রবেশ করে।পরিবারের সবাইকে গুলির ভয় দেখিয়ে বেঁধে ফেলেন।

পরে দুই বছরের শিশুর গলায় অস্ত্র ধরে আলমারির চাবি নিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ১১ লাখ টাকার সম্পদ লুট করে যাওয়ার সময় এলাকাবাসী এক ডাকাত সদস্যকে পিটিয়ে আহত করে।  ডাকাতরা পালানোর সময় পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটায়।

পরে খবর পেয়ে স্থানীয় পুলিশ আসলে এলাাবাসী এবং পুলিশ সদস্যরা মিলে ৩ ডাকাত সদস্যকে আটক করা সম্ভাব হয়।

খুলনার ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লবও এ ঘটনার নিশ্চয়তা প্রদান করছেন।

আশংকাজনক অবস্থায় দুই ডাকাতকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এফএফ

Comments