গোবিন্দগঞ্জে বাড়ীতে হামলা-ভাংচুর, আহত ৪

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৯

রেজুয়ান খান রিকন, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বসতবাড়ীর সীমানা নিয়ে বাড়ী ভাংচুর ও হামলায় ৪ জন গুরুতর আহত। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার হরিরামপুর ইউপি’র হরিরামপুর (ঘরপুরী ভিটা) গ্রামের মৃত্যু ছকমল শেখের পুত্র বাদশা শেখের বসত বাড়ীর সীমানা ঘেসে একই গ্রামের ছইদালীর পুত্র শহিদুল শেখ, ছলু শেখের পুত্র এনতাজুল, এনামুল ও মোনারুল শেখ তাদের জমির আইল কাটা নিয়ে কথা কাটাকাটি হয় ।

এক পযায়ে এনতাজুল ও এনামূলের লোকজন সন্ত্রাসী কায়দায় অতর্কিত ভাবে বাদশার বাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় বাড়ীর লোকজন বাঁধা দিতে গেলে তারা বাদশা শেখ (৫৫), মোমিনুল শেখ (২৬), আইনুল শেখ (২০), আজাদুল (৪৫)কে বেধর লাঠিপেটা করে গুরুতর আহত করে।

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। এ ঘটনায় বাদশা শেখ বাদী হয়ে ১০ জনকে অভিযুক্ত করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। এদিকে আসামীগন জামিনে এসে বাদী সহ পরিবারের লোকজনকে পুনরায় মারপিট ও হত্যার হুমকি প্রদান করছে বলে অভিযোগ করেছেন বাদশা শেখ।

/সিএইচ

Comments