চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর জুতার ভেতরে ইয়াবা ও গাঁজা, গ্রেফতার ১

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০১৯

ইমরান হোসাইন: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্যক্তির জুতার ভেরত থেকে উদ্ধার ইয়াবা ও গাঁজা হওয়ায় এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫৪০টি ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকাল  ৭টা ৩০ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী জমির উদ্দিনকে শেষ তল্লাশির সময় স্ক্যানিংয়ে ইয়াবা ও গাঁজা ধরা পড়ে।

সূ্ত্র জানায়, চকচকে জুতা পড়ে ভদ্রলোক বিদেশ যাচ্ছিলেন, কারো কোন সন্দেহ করার কিছু ছিলো না, সব তল্লাশিও ডিঙিয়ে ফেলেছিলেন। কিন্তু একেবারে চুড়ান্ত তল্লাশিতে ফেঁসে গেলেন তিনি। উদ্ধার করা হলো জুতার সোলের ভেতর সুকৌশলে লুকানো ইয়াবা ও গাঁজা।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারওয়ার-ই-জামান বলেন, হাটহাজারীর বাসিন্দা জমির উদ্দিনকে শেষ তল্লাশির সময় স্ক্যানিং মেশিনে মাদকের বিষয়টি ধরা পড়ে।  জানা যায়, ১০ বছর ধরে আবুধাবি যাতায়াত করছেন তিনি।

জিজ্ঞাসাবাদে জমির উদ্দিন বলেন, অপরিচিত একজন মানুষ জুতা জোড়া পায়ে দিয়ে আবুধাবি নিয়ে যাওয়ার জন্য ৫০ হাজার টাকা দেবেন বললে তিনি রাজি হয়ে যান।

এফএফ

Comments