গৃহবধু রেহেনা হত্যা মামলা নিরীহ গ্রামবাসীকে পুলিশের হয়রানি, পুরুষ শূন্য ২ গ্রাম নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৯ রেজুয়ান খান রিকন, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মদনতাইড় ও কুড়িপাইকা এলাকার মরা করতোয়া নদীর কচুরীপানার নীচে গৃহবধূ রেহেনা বেগমের লাশ উদ্ধারের ঘটনায় পুরুষ শূন্য হয়ে পড়েছে ওই দুটি গ্রাম। ওই গৃহবধুকে নৃশংসভাবে হত্যার পর মরা নদীতে ডুবিয়ে রাখা হয়। এ ঘটনায় আসামি ধরাকে কেন্দ্র করে পুলিশের বেপরোয়া অভিযানে নিরাপত্তা হীনতায় ভুগছে দুই গ্রামের নারীরা। পুলিশ প্রতিরাতে ওই গ্রামে হানা দিয়ে বাড়ীর পুরুষ ও ছেলেদের খোঁজ করছে। ফলে ভয়ে গ্রাম ছাড়া হয়েছে পুরুষ ও যুবকরা। গ্রামের নিরীহ ও নির্দোষ গ্রামবাসীকে হয়রানির প্রতিবাদ এবং নির্দোষ মানুষকে হয়রানি না করার দাবীতে আজ রবিবার দুপুরে গ্রামের মহিলারা মিছিল ও বিক্ষোভ করেছে। মিছিল নিয়ে তারা উপজেলা পরিষদ চত্বর ও শহরের ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলকারীরা দাবি করে মামলায় নাম অন্তর্ভূক্ত না থাকা স্বত্ত্বেও কুড়িপাইকা গ্রামের আব্দুর রাজ্জাক ও ফেরদৌসকে আটক করা হয়েছে। তারা এর প্রতিবাদ এবং গ্রেফতার দুই ব্যক্তির মুক্তি দাবি জানান। এ ব্যপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বলেন, গ্রামবাসীদের অভিযোগ ভিত্তিহীন। পুলিশ নির্যাতনকারি না, তারা জনবান্ধব। তাই অযথা পুলিশ কাউকেই হয়রানি বা আটক করবে না। নির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতেই রাজ্জাক ও ফেরদৌসকে আটক করা হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে মদনতাইড় ও কুড়িপাইকা এলাকার মরা করতোয়া নদীর কচুরীপানার নীচ থেকে গ্রহবধূ রেহেনার গলা কাটা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার মূল নায়ক রেহেনার স্বামী শাকিল মিয়া সহ জড়িত ৫ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। /সিএইচ Comments SHARES সারাদেশ বিষয়: