এফ আর টাওয়ারে আগুন

১৯ জনের মরদেহ উদ্ধার; সকাল ১০টা পর্যন্ত চলবে অভিযান

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০১৯

ডেস্ক: রাজধানীর বনানীর এফআর টাওয়ারে উদ্ধার কাজ চলবে (শুক্রবার) সকাল ১০ টা পর্যন্ত। বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে এব প্রেন ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন।

আগামীকাল সকাল ১০টার পর এফ আর টাওয়ার পুলিশের তত্ত্বাবধানে ছেড়ে দেয়া হবে জানিয়ে তিনি বলেন, কী কারণে বা কোন জায়গা থেকে আগুনের সূত্রপাত তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। ভবনটিতে অগ্নি নির্বাপণ যন্ত্রের যথেষ্ট ব্যবস্থা ছিলো না। যেগুলো ছিল সেগুলো ইউজঅ্যাবল ছিলো না। এমনকি যে পাইপটি আগুন নিয়ন্ত্রণের কাজে ব্যবহার হয় সেটিও পুড়ে গেছে।

এদিকে রাতে ভবনের ভেতর থেকে দুই দফায় ৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ভেতরে এখনো ফায়ার সার্ভিসের ১২-১৫টি দল উদ্ধার কাজ চালাচ্ছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত সব মিলিয়ে ১৯ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরো বাড়তে পারে।

এ ঘটনায় আহত হয়ে অন্তত ৭০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে।

/আরএ

Comments