ঘূর্ণিঝড় ‘ফণী’

৪ মে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ফণি’; পদ্মাসেতুর ১২তম স্প্যান বসানো স্থগিত

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, মে ১, ২০১৯

ডেস্ক: ক্রমেই শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘ফণী’। আগামী ২৪ ঘণ্টায় এর মাত্রা আরো বাড়বে। ক্রমেই এগোতে থাকা ঘূর্ণিঝড় ‘ফণী’ আগামী ৪ মে বাংলাদেশের দিকে অগ্রসর হতে পারে। আবওহাওয়া অধিদপ্তর থেকে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি ৩ মে ওড়িশা উপকূল অতিক্রম হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে পরদিন ৪ মে বাংলাদেশে বৃষ্টিপাত হবে অনেক। ওড়িশা উপকূল অতিক্রমের পরই বলা যাবে বাংলাদেশে এর কেমন প্রভাব পড়ে।

ওদিকে আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’ আরো সামান্য উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।

এটি বেলা ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,২৩৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১,১৯০ কিলোমিটার ও মংলা থেকে ১,০৯৫ কিলোমিটার ও পায়রা থেকে ১,১০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।

এটি আরো ঘনীভূত হয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে চার নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে যাতে করে অল্প সময়ের নোটিশে নিরাপদ আশ্রয়ে যেতে পারে। তাদের গভীর সাগরে না যাওয়ারও পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে এ অবস্থায় পদ্মা সেতুতে ১২তম স্প্যান ‘৫-এফ’ বসানোর পরিকল্পনা বাতিল করেছে সেতু কর্তৃপক্ষ। পদ্মা সেতুর উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর স্প্যান বসানোর পরিকল্পনা বাতিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘূর্ণিঝড় ‘ফণীর’ কারণে স্প্যান বসানোর সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। পরবর্তী তারিখ নির্ধারণ করে স্প্যানটি বসানো হবে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেন, আগামীকাল বৃহস্পতিবার (২ মে) সকালে স্প্যানটি ভাসমান ক্রেনে করে মাঝনদীতে নিয়ে যাওয়ার কথা ছিলো।

তবে আবহাওয়া অনুকূলে না থাকায় শুক্রবার সকালে স্প্যানটি বসানো হচ্ছে না। এখন স্প্যানটি মুন্সিগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ডে রয়েছে। আগামী রোববারের (৫ মে) পর স্প্যানটির বসানোর সিদ্ধান্ত হবে।

/আরএ

Comments