পহেলা ফাল্গুন; আজ বসন্তের প্রথম দিন

প্রকাশিত: ২:১৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯

একুশ ডেস্ক: আজ পহেলা ফাল্গুন। ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। বাংলা বারো মাসের ফাল্গুন-চৈত্র দুই মাস বসন্তকাল। ফাল্গুনের প্রথম দিন থেকেই বসন্তের শুরু।

ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন। ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতি বর্ণিল রঙে সাজবে। বসন্তের এই আগমনে প্রকৃতির সাথে তরুণ হৃদয়েও দোল খেলে যায়। কবি বলেন- ‘ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত’।

‘বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো, বসন্ত বাতাসে’। গানের তালে তালে আজ তরুণ-তরুণিরা উৎসবে মেতে উঠবে।

নগরায়ন ও জলবায়ু পরিবর্তনের কারণে কংক্রিটের শহরে বসন্তের আগমন চোখে না পড়লেও গাঁয়ের মেঠোপথে এখনো খুঁজে পাওয়া যায় বসন্তের আগমনী বার্তা। বসন্তে শুরু হয় কৃষক-কৃষাণীর প্রাণের উৎসব নবান্নের মেলা। নবান্নের মেলা বসুক আর নাই বসুক, ফুল ফুটুক আর নাই বা ফুটুক আজ বসন্তের প্রথম দিন।

/আরএ

Comments