ঝালকাঠিতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৪৩ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০১৯ নাঈমুর রহমান শান্ত, ঝালকাঠি প্রতিনিধি:‘সুস্বাস্থ্যেই সুবিচার, মাদকমুক্তির অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২৬ জুন)নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর শিশুপার্কে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী। পরে শিশুপার্কের উন্মুক্ত মঞ্চে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মোঃ শাহ আলম, স্থানীয় সরকারের উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর, সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোঃ শহিয়তউল্লাহ প্রমুখ। এছাড়া দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। Comments SHARES সারাদেশ বিষয়: