পদ্মার ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নিতে শামীমের নির্দেশনা

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৯

একুশ ডেস্ক: উপমন্ত্রী হিসেবে প্রথম কার্যদিবসেই বর্ষার আগে পদ্মার ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এমন নিদের্শনা দেন তিনি। পরে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন।

ব্রিফিংকালে তিনি বলেন, নদী ভাঙনের ফলে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়ে। নদী ভাঙনে যেন একটি মানুষও পিতৃভূমি হারা না হন, সেজন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এছাড়াও তিনি জানিয়েছেন, আগামী রোববার তিনি সরেজমিনে নড়িয়া যাবেন। সেখানে স্থানীয় বাসিন্দা ও নদী ভাঙনের ক্ষতিগ্রস্থদের সঙ্গে কথা বলবেন। এছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

সাংবাদিকদের তিনি জানান, শরিয়তপুর ছাড়াও যেখানে নদী ভাঙ্গন আছে সেখানে প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রথম কর্মদিবসে বসেই তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।

/এসএস

Comments